ওরে আমার বুকের মানিক,নাড়ী ছেড়া ধন,
কোথায় গেলি বাবা আমার,
উতলা তাই মন….
সামনে আসছে বর্ষাকাল-
প্রকৃতি তাই টালমাটাল,
সবুজে ঘেরা,নয়নাভিরাম,সুখেরই আবেশ,
বাংলাদেশ নদী মাতৃক,সুজলা সুফলা দেশ…

ভৌগুলিক অবস্থার দৃষ্টিতে,এ বাংলার-
আনাচে কানাচে নদী ও ছোট বড় পুকুর-দীঘী পানিতে সয়লাব;
বর্ষাকালে তা শতগুণ বেড়ে বেড়ে,
শিশুদের জন্য মরন কূপে পরিণত হয়ে আ‌সে তে‌ড়ে…

প্রতিবছর শুধু বর্ষাকালেই উঠতি বয়সের শিশুরা-
অকালেই ঝরে যায়,
মা বাবার একটু অসাবধানতা,অবহেলায়,
পানিতে ডুবে,নিদারুন যাতনায়…

অথচ,একটু সাবধানতা অবলম্বনেই এসব মৃত্যু,
এড়ানো যায়,অনায়াসেই,
চেষ্টা করলে দোষ কি তাতে?
যদিও জীবন-মরন আল্লাহর হাতে…

বর্ষাকালের প্রস্তুতি এখনি নিতে হবে,বিশেষ করে;
শিশু আছে যে ঘরে,
তারা এখনি সচেতন হতে হবে,
বাড়ির পাশে যদি পুকুর বা নদী থাকে,তবে-
দিয়ে দিতে হবে এখনি বেড়া,
সচেতনতা অবলম্বনে,কান করে খাড়া…

যাতে করে শিশু বেড়া মাড়িয়ে পানিতে;না পারে যেতে,
শিশুকে তাই ফেলে যেও না দূরে,রেখ কাছা কাছি হাতে…
এমন কি মোবাইল বা টিভিতে আকৃষ্ট হলে;
দায়িত্বরত অন্যের কাছে যাবে বলে…

যাতে করে নিরাপদে থাকে,দুধের শিশু,আদরের জান,
সযত্নে বেড়ে উঠে,খুশিতে মানিকের প্রাণ….
কাঁদিতে যেন না হয় কারো নাড়ী ছেড়া ধনের ধ্যা‌নে,
আহাজারি করে,কষ্টে কষ্টে,বিলাপের টানে….
বুকের ধন মানিক শিশু,যত্নে যেন থাকে,
নিরাপত্তার চাদরে সহসা রাখ তারে ঢেকে….

In the research pen-
Kakoli Akther Mou?