কে বলে ভাই;পঁচে গেছে কওমির মূল?
পানি ঢেলে লাভ নাই;ফুঁটবে না ফুল।
এমন চিন্তা ধারা আসে যার মনে,
খুশবাণ কি করে;দেই তার সনে।
আমি এক তুচ্ছ;নই কোন দামি-
ক্ষুদ্র জ্ঞানে তবু বলে যাই আমি।
পঁচেনি,পঁচেনি ভাই;কওমীর মূল,
ফুঁটিবে,ফুঁটিবে তাই;অগনিত ফুল।
নিরাশার বাসনা,বলে নাহি লাভ,
নূরে ফুল ফুঁটবে,জেগে দেখি খাব।
উদ্ভট কথা মালায় যদি তুলো সুর,
কি করে পোহাবে রাতি;হইবে ভোর?
কালোটাকে দূরে ছুড়ে,হতে হবে সাদা,
মনে যেন নাহি রয়,ভুলে জমা কাঁদা।
দ্বীনী তরে লিখে যাও;বিতর্ক নয়,
নূরে ফুল ফুঁটবে মুখে যেন বয়।
দ্বীনী কবি যেই জন;সততার ফুল,
জেনে শুনে কারো যেন;নাহি হয় ভুল।
এই আশা,এই ভাষা;মনে ছিল মোর,
এসো,এসো,গাই মিলে;একতার সুর।
In the research pen-
Kakoli Akther Mou?
Truth seeker random traveler