চলমান২৪ ডেস্কঃ গবাদি পশুর খামার এবং হাঁস-মুরগির খামার গ্রামীণ পরিবারের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এগুলি অর্থনৈতিক ও আর্থ-সামাজিক অঙ্গনে অপরিসীম ভূমিকা পালন করে। যেমন – খাদ্য সরবরাহ, আয়ের উৎস, সম্পদ সাশ্রয়, কর্মসংস্থানের উৎস, মাটির উর্বরতা, জীবিকাশ্রম, পরিবহন, কৃষিক্ষেত্র, কৃষি বৈচিত্র্য এবং টেকসই কৃষি উৎপাদন।
গ্রীন গোবিন্দগঞ্জ সর্বদা পল্লী উন্নয়নের জন্য প্রাণী উৎপাদনের গুরুত্ব শুরু থেকে তুলে ধরে আসছে। গ্রীন গোবিন্দগঞ্জ-এর ৬ টি লক্ষ্য এবং উদ্দেশ্যগুলির মধ্যে ১টি হলো স্থানীয় জনগণের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্যকর খাবার উৎপাদন এবং সরবরাহ করা। এটি অপুষ্টিজননের হার হ্রাস করবে এবং স্থানীয় সম্প্রদায়ের আরও কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। জনগণকে উন্নয়নমূলক কর্মে সংযুক্ত করার বিষয়েও গ্রীন গোবিন্দগঞ্জ কথা বলে। এই প্রকল্পটি কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্য তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এলাকাবাসী বিশ্বাস করেন।
প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাদিকুর রহমান বলেন, “আমরা বৃহত্তর গোবিন্দগঞ্জ অঞ্চলে স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন এবং চাহিদা মেটানোর জন্য আরও দুধ এবং মাংস উৎপাদন করতে গিয়ে একটি গবাদি পশু খামার স্থাপনের উদ্দ্যোগ নিতে যাচ্ছি। আগামী ১৬ অক্টোবর ২০২০ ইং এর কাজ শুরু করতে পেরে গ্রীন গোবিন্দগঞ্জ আনন্দিত ও গর্বিত। এতে সংশ্লিষ্ট সবার উপস্থিতি ও দোয়া কামনা করি। আমরা আশাবাদী নভেম্বর মাসে এটি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা যাবে।”