চললাম২৪ঃ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সিলেট শহরের সুবিদবাজার এলাকায় দায়িত্বরত অবস্থায় একজন পুলিশ কর্মকর্তা হঠাৎ অজ্ঞান হয়ে যান। তখন করোনার মিথ্যা-ভয়ে কাছে থাকা সহকর্মী ও সাধারণ লোকজন এগিয়ে না এসে দূরে সরে গেলেও প্রাথমিক সেবার জন্য এগিয়ে আসেন একজন আপাদমস্তক দাঁড়ি-টুপিওয়ালা হুজুর। প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ সদস্যের পাশে এগিয়ে আসা এই হুজুর ছিলেন সিলেটের বৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র সিনিয়র শিক্ষক ও নগরীরর জিন্দাবাজার কাজী ইলয়াস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ আব্দুল করিম আল মাদানী অসহায় পুলিশের সেবায় এগিয়ে আসা হুজুরের প্রশংসার এক পর্যায়ে বলেন, হুজুরদের দুর্দান্ত সাহসিকতা , কঠিন মনোবল ও বিরল মানবিকতায় বরাবর আমি মুগ্ধ হই। কথিত সুশীল আর অপদার্থ রাষ্ট্রের কাছে হুজুররা অতিরিক্ত বোঝা মনে হলেও মানবতার কাছে খুবই মূল্যবান কিছু ৷