পর্দা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় জবাব দিয়েছেন বিজয়ের সন্তান খ্যাত লেখক, গবেষক ও কবি মুসা

আল হাফিজ। পর্দা নিয়ে উনার ফেসবুকের টাইম লাইনে লিখেছেন,

“সাড়ে ১৩ শত বছর ধরে বাংলার নারীরা হিযাবকে আত্মজ করে রেখেছে। হাজার বছর ধরে বাঙালি জীবনের অবধারিত অনুষঙ্গ এই হিযাব। একে অরবের সংস্কৃতি বলতে হলে শুধু জ্ঞানপাপী হলে চলে না, চরম ধৃষ্ঠ হতে হয়।
যদি পদ্মা-মেঘনাকে বাদ দিলে বাংলাদেশের মানচিত্র অপূর্ণ থাকে, তাহলে হিযাবকে বাদ দিলে বাঙালির সামাজিক-সাংস্কৃতিক ইতিহাস অপূর্ণ থেকে যাবে।
মেনন কি বাঙালি মুসলমানের আবহমান জীবনাচার ও চর্চাকে বাঙালি সংস্কৃতির অংশ মনে করেন না? তিনি যদি মুসলিম জীবনাচারমুক্ত বাঙালি সংস্কৃতি চান, তাহলে সেটা এদেশে সম্ভব নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে!”