রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অসুস্থ রোগীকে রক্ত দিয়ে আসার পথে দুই সাংবাদিককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে।

রূপনগর থানার ওসি তদন্ত মকাব্বরের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন পুলিশ সদস্যর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

হামলার শিকার হয়ে তাদের মধ্যে একজনের পা ভেঙ্গে গেছে আর অপরজনের হাত ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর তিনটার দিকে ইনিউজ৭১-এর সম্পাদক শওকত হায়দার ও তার অনলাইনের বিশেষ প্রতিবেদক জিহাদ একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দিয়ে আসার পথে পুলিশের এ হামলার শিকার হন।

সাংবাদিক শওকত হায়দার জানান, আজ (বুধবার) দুপুর তিনটার দিকে রূপনগর আবাসিক এলাকায় রাজধানী সুরক্ষা জেনারেল হাসপাতালে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দিয়ে রূপনগর আবাসিক এর মোর এলাকায় পৌঁছালে রূপনগর থানার ওসি তদন্ত মকাব্বর সাংবাদিক জিহাদকে মারতে থাকেন। তখন আমি মোবাইল নিয়ে হামলার ভিডিও করতে চাইলে ১০ থেকে ১৫ জন পুলিশ আমাদের দুজনকে কোন কথা না শুনে গণপিটুনি দেন।

বারবার সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আমাদের মারতে থাকেন বলে জানান শওকত।

তিনি আরও জানান, আমার মোবাইল ফোনটি পুলিশ সদস্যরা কেড়ে নিয়ে যান। পরে ভিডিও ডিলেট করে মোবাইল ফোন ফিরিয়ে দেন। এ সময় আমার সঙ্গে থাকা ৫০০০ টাকা হামলার সময় কোঁথায় পড়েছে তা আর খুঁজে পাইনি।