মেজর রাশেদ খান (অবঃ) এর হত্যার প্রতিবাদে ও বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবিতে মনববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বুধবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়।  এ মানববন্ধনে নেতৃত্ব দেন তারেক রহমান ও হানিফসহ ঢাকা মহানগর, ঢাকার বিভিন্ন জায়গার পরিষদের নেতারা।

আওয়ামীলীগের কিছু নেতারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল: আইনমন্ত্রী

মনববন্ধনে অনতিবিলম্বে মেজর সিনহার হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুত বিচার সম্পন্ন করে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।

হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রধান আসামি এসআই লিয়াকত এবং ওসি প্রদিপ কুমার সাহাকে দ্রুত গ্রেফতার করার দাবিও জানান বক্তারা।

“মেজর হত্যার বিচার করো, ক্রসফায়ার বন্ধ করো” এই শ্লোগান দেয় উপস্থিত জনতা।