চলমান২৪ : আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি,হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব,জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব দা. বা. এক বিবৃতিতে বলেছেন, রমজান মাস আল্লাহ তাআলার বিশেষ রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস ৷ এই মাসে আল্লাহ তাআলা রহমতের সকল দরজা গুলো উন্মুক্ত করে দেন,এবং জাহান্নামের সব দরজা বন্ধ করে জান্নাতের সকল দরজাও খুলে দেন৷

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশে এবছর তারাবির নামাজ মসজিদে হবে না, প্রত্যেককে তারাবীহ নিজ গৃহে আদায় করতে হবে এই মর্মে ঘোষণা দেওয়াতে অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত হয়েছি। এবং বাংলাদেশের ধর্মপ্রান মুসলিম জনতার অন্তর ক্ষতবিক্ষত হয়েছে৷ কারন বাংলাদেশে এরকম অসংখ্য অগনীত ধর্মভীরু ও আল্লাহভীরু পরহেজগার মানুষ রয়েছে যারা রমজান মাসে মসজিদে এবাদত বন্দেগী করে আল্লাহর রহমত ও নৈকট্য অর্জন করে থাকেন ৷ এ ঘোষনা তাদের অন্তরকে চূর্ণবিচূর্ন করে দিয়েছে৷

তিনি বলেন, আমরা স্বাভাবিক ভাবে লক্ষ্য করে থাকি, হক আসলে কখনোই বাতিল থাকেনা, আলো আসলে অন্ধকার থাকে না, আর রহমত আসলে সেখানে গজব থাকেনা ৷ এই করোণা ভাইরাস নিঃসন্দেহে আল্লাহ পাকের একটি গজব৷ আমাদের জুলুম, অত্যাচার ,নির্যাতন ,বেহায়াপনা, বেলেল্লাপনা ও গুনাহের কারণেই এই গজব এসেছে এবং এটা আল্লাহ পাকের অসন্তুষ্টির একটি নমুনা । পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলার রহমতের দরজা গুলো যেখানে উন্মুক্ত করে দিবেন তখন নিশ্চয় এই মহামারী ও গজবও রহমতের মাধ্যমে দূরীভূত হয়ে যাবে ৷ আর এটাই মুসলমানদের আন্তরিক কামনা ও বিশ্বাস৷

বিবৃতিতে তিনি বলেন, আমরা আশা করব বাংলাদেশ সরকার ও দায়িত্বশীল সকলে এই বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন। আমরা এ করোনা নামক গজব থেকে নিজ শক্তি দিয়ে বাঁচতে পারবো, বা মোকাবেলা করতে পারবো এটা ধারণা করা মুমিন মুসলমানদের জন্য সম্পূর্ণ ভুল। মুমিনের জন্য এ আজাব ও গজব থেকে বাঁচার একমাত্র উপায়, রব্বুল আলামীনের রহমত ও সাহায্য কামনা করা, তিনিই আমাদেরকে হেফাজত করতে পারেন৷

খতীবে বাঙ্গাল বলেন, আমরা যদি ভেবে থাকি আমাদের কলাকৌশল দিয়ে, নিজেদের প্রযুক্তি দিয়ে, ভ্যাকসিন দিয়ে, লকডাউন দিয়ে মানুষকে ঘরে বন্দি করে রেখে, এ ধরনের সকল প্রযুক্তি ব্যবহার করে করোনা থেকে মুক্তি পাবো তাহলে এটা ভুল হবে। বাহ্যিকভাবে স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের কৌশল অবলম্বন করতে হবে, কিন্তু এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করার একমাত্র মালিক আল্লাহ তাআলা।

আল্লামা আল হাবীব আরো বলেন, বিশ্বের অমুসলিমরা যেখানে তাদের দুনিয়াবী সকল প্রযুক্তি ব্যবহার করে ব্যার্থ হওয়ার পর আসমানের দিকে হাত পেতেছেন, সেখানে আমরা মুসলমান হয়ে রব্বুল আলামীন আল্লাহর দিকে রুজু না হয়ে কলাকৌশল ও প্রযুক্তির পিছনে ধাবিত হচ্ছি, এটা অত্যান্ত দুঃখজনক৷ কৌশল অবলম্বন অবশ্যই করতে হবে এবং এ ব্যপারে এদেশের আলেম উলামায়ে কেরামেরা কেউ দ্বীমত পোষন করেননি৷ তবে কৌশল অবলম্বন যেন আল্লাহর দিকে রুজু হওয়া থেকে প্রতিবন্ধক না হয়৷

খতীবে বাঙ্গাল আরো বলেন, আসুন আমরা সবাই মহান আল্লাহ তালার দরবারে পানাহ চাই৷ আল্লাহ পাক যেন মসজিদগুলোকে পাঁচওয়াক্ত নামাজ, তারাবীহ ও সকল ইবাদত বন্দেগীর জন্যে উন্মুক্ত করে দেন, নিশ্চয় আল্লাহ পাক মূহুর্তের ভিতরে অবস্থা পরিবর্তন করতে পারেন৷ আল্লাহ পাকের দরবারে মুমিনের চোখের পানি অতি মূল্যবান ৷