ব্যারিস্টার সুমনের ফুটবল ম্যাচে জনসমুদ্র , অথচ আনসারী হুজুরের জানাজায় হাজার হাজার মানুষ শরিক হওয়ায় প্রতিবাদ- আজ (মঙ্গলবার) হবিগঞ্জের চুনারুঘাট চন্ডিছড়া চা বাগান মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর আয়োজনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর বনাম জে আর স্পোটিং ক্লাব ফেঞ্চুগঞ্জ এর মধ্যে জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়৷

এসময় হাজার হাজার দর্শক কোন প্রকার স্বাস্থ্যবিধি না মেনেই ভিড় করে ম্যাচটি উপভোগ করার জন্য৷ মাঠে উপস্থিত থেকে ফুটবল খেলেন ব্যারিস্টার সুমন৷ ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে মাঠের চারদিকে জনসমুদ্র সৃষ্টি হয়৷ অন্যদিকে জে আর স্পোটিং ক্লাব ফেঞ্চুগঞ্জ এর খেলোয়াড়দের তালিকায় সিলেটের বিভিন্ন জেলার সেরা খেলোয়াড়রা ছিলেন, সেইসব সেরা খেলোয়াড়রা আসছেন খেলবেন এমন খবর আগে থেকে প্রচার হওয়ার কারনে বিভিন্ন থানা থেকে দর্শক আসতে থাকেন খেলা দেখার জন্য।

কেন এই মহামারি? বাঁচতে হলে মানতে হবে

এদিকে সম্প্রতি কিছুদিন আগে ব্রাক্ষণবাড়িয়ায় আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুরের জানাজায় হাজার হাজার মানুষ যোগ দেওয়ার পরই এই ব্যারিস্টার সুমন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে বিভিন্ন প্রতিবাদি লাইভ করেন৷

কিন্তু আজ সেই ব্যারিস্টার সুমন ফুটবল ম্যাচ আয়োজন করলেন তিনির একাডেমীর মাধ্যমে এবং নিজে ফুটবল খেললেন, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল এবং বেশিরভাগ মানুষের মুখে ছিল না মাস্ক৷ শরীরের সাথে শরীর ঘেঁষে দাড়িয়ে ছিল সবাই৷ কোন ধরনের শারীরিক দুরত্ব বা স্বাস্থ্যবিধি মানা হয়নি এমনকি আয়োজকরা ও স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকে বা অন্য কোন ভাবে আহবান করতে শুনা বা দেখা যায়নি।

সোশ্যাল মিডিয়ার ভাইরাল, যেকোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি নাম ব্যারিস্টার সুমন, তিনি কিভাবে মাঠে উপস্থিত থেকে এরকম একটি ম্যাচ আয়োজন করলেন ও নিজে খেললেন নিজের একাডেমীর টিম নিয়ে এমন প্রশ্ন আজ সব শ্রেনির মানুষের৷

মাঠে উপস্থিত কয়েকজন বলেন, ব্যারিস্টার সুমনের মত মানুষ মাঠে উপস্থিত থাকা অবস্থায় এমন কাজ কোন ভাবেই ঠিক হয় নাই৷ করোনার এই পরিস্থিতে স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এধরনের কাজ কখনো ঠিক করেননি ৷ তার মত একজন জ্ঞানি মানুষের কাছ থেকে কখনো এধরনের কর্মকাণ্ড আশা করেনা জাতি৷

একজন বলেন আজকে এখানে হাজার হাজার মানুষ হবে যেখানে একে অন্যের গা ঘেঁষে খেলা উপভোগ করছেন যদি কোন না কোনভাবে এখান থেকে করোনা ছড়িয় যায় এর দায় কে নিবে। এ ব্যাপারে ব্যারিস্টার সুমন একাডেমীর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সুমনের সাথে যোগাযোগ করার জন্য মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।