বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৮৮ হাজার ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী টি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ১৯৮ ভোট। এরশাদের জাতীয় পার্টি মনোনীত সাবেক এমপি নুরুল ইসলাম ওমর লাঙ্গল মার্কায় পেয়েছেন ৬ হাজার ৯০০ ভোট। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ মন্ডল আপেল মার্কায় পেয়েছেন ২ হাজার ৯০০ ১১ ভোট।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসারের নির্বাচনী কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।


সোমবার সকাল ৯টা থেকে বগুড়ার ১৪১টি ভোট কেন্দ্রে সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

১টি কেন্দ্রের ইভিএম নষ্ট থাকায় সেই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্র।