মাদ্রাসা শিক্ষার্থীদরা দাখিল পাস করলেই মধ্যপ্রাচ্যে চাকরির ব্যবস্থা নিশ্চিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষার কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। পরিমার্জিত কারিকুলামে যুক্ত হচ্ছে কারিগরির নতুন ট্রেড এবং অ্যারাবিক স্পোকেন কোর্স। নিয়োগ করা হবে প্রয়োজনীয় প্রশিক্ষক ও জনবল। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সেলাই ও ড্রেস মেকিংসহ কয়েকটি ট্রেড চালু থাকলেও বাধ্যতামূলক করা হয়নি সবার জন্য। তবে এবার বাধ্যতামূলক করা হবে। বিদেশে সংশ্লিষ্ট দেশের কারিগরি মান বিবেচনা করে তাদের সঙ্গে চুক্তি করে শিক্ষার্থীদের উন্নত কারিগরি শিক্ষা দেওয়া হবে। মানসম্মত কারিগরি শিক্ষার পাশাপাশি অ্যারাবিক স্পোকেন কোর্স যুক্ত করা হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের চাকরি পাওয়ার নিশ্চয়তা তৈরি করতে।

ইনসাফ