কক্সবাজার জেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠনের কার্যকরি সদস্য ও কক্সবাজার জেলার তরুণ সাংবাদিক ইমরান হোসেন নবীর জন্মদিন ছিলো আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট।জন্মদিন উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন শ্রেণীর মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কল করে, মেসেজ করে ফেসবুকেসহ বিভিন্ন ভাবে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি তাদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

তিনি বলেন আজ যারা আমাকেই শুভেচ্ছা জানিয়েছেন তাদের কোনো উইশ এর রিপ্লাই যদি ভুলে না দিয়ে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

এবং তিনি বলেন আজ ১৩ আগষ্টের আমার জন্মদিন ছিলেন
(যারা নানাভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের জন্য..)
বিশ্বাস ও বোধের দূরত্ব যতটুকু, ততটুকু নিরব সময়। আমি সময় চেয়েছিলাম মানুষের জন্য; সুন্দরের জন্য। এমন এক বিমোহিত কালে কেউ কেউ ভালোবাসা কথা বলেছে অত্যন্ত দৃঢ় কন্ঠে।

অথচ এই আমি ততটা যোগ্য ছিলাম না ভালোবাসার। জীবনের এক বেলা ভাতের সন্ধানে সংগ্রাম মুখস্ত রাখা মানুষের একজন আমি।

আমি প্রতিনিয়তই বলেছি আমি শ্রেণীগত নিম্নবৃত্ত। তবু ভালোবাসা পেয়েছি স্বার্থহীন। মানুষের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা।

মোহহীন নদীর শৈওলার বিশেষার্থ জানতে গিয়ে
অন্য পথে হেঁটে ভুল পথটাও হারায় পথিক,
কি যেন মনে করে ডানা ভেঙ্গে উড়ালের স্বপ্ন বুনে
বিধ্বস্ত আকাশে খোঁজে নিয়েছে নিরাক্ষর প্রেমিক
এখানে জন্ম কিংবা মৃত্যুর কোন গুরুত্ব পাওয়া যায় না।

এবং আমি আজ সবার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই মহামারী পরিস্থিতি কারণ আমি কোন ধরনের আয়োজন বা কেক কাটি নাই আমি চাইনি জনসমাগম করতে তাই এই বছর কোনো ধরনের আয়োজন করি নাই এবং আল্লাহ যদি বাচিয়ে রাখেন আগামী বছর ছিন্নমূল শিশুদের সাথে ও আমার প্রাণ প্রিয় সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি সকল সদস্যদের নিয়েসহ সুন্দর একটি আয়োজন আপনাদের উপহার দিবো।