ছাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজারে ৫ টি দোকানে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গোবিন্দগঞ্জ ঔষধ ব্যাবসায়ী সমিতির সভাপতি মাওলানা আখতার আহমেদ,সাধারণ সম্পাদক আক্তার আহমেদ,এবং সাংগঠনিক সম্পাদক সুজন কান্তি দে সহ সংগঠনের সকল সদস্যগন।

উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) গভীর রাতে ডাকাতদল দুইজন পাহারাদার কে মারপিট করে হাত পা বেধে গোবিন্দগঞ্জ নতুন বাজারের পুর্ব গলিতে ৫ টি দোকানের তালা ভেঙে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ কয়েক লক্ষ টাকা মূল্যের মালামাল নিয়ে যায়।

বাজারের শাহ আলম মালিকানাধীন রাফি জুয়েলার্স,ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মিলন ধরের মালিকানাধীন মিলন জুয়েলার্স,সুমন মিয়ার মালিকানাধীন শ্রী দূর্গা জুয়েলার্স,বানু পালের মালিকানাধীন মমতা ফার্মেসী,আবুল হোসেনের মালিকানাধীন ভুসি মালের গোদামসহ মোট ৫ টি দোকান থেকে কয়েক লক্ষ টাকার মালামাল ডাকাতরা নিয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকগণ।

আজ বুধবার সকালে স্থানীয়দের সহায়তায় পাহারাদার আফাজ উদ্দিন (৫৭), উকিল আলী (৪০),এবং কাট মিস্ত্রী রইছ মিয়া( ৪২) কে আহত অবস্থায় কৈতক মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

চুরি সংঘটিত এলাকা পরিদর্শন করে
ছাতক সার্কেল বিল্লাল আহমদ, ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান, এসআই হাবিবুর রহমান পিপিএম।ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান বলেন থানা অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।