চলমান২৪ঃ বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা শায়খুল হাদীস দেশবরেণ্য আলেম, আল্লামা যোবায়ের আহমাদ আনসারী সাহেব গতকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার নিজ মাদরাসায় ইন্তেকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

আল্লামা আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর (ভারপ্রাপ্ত) সভাপতি এখলাছুর রহমান রিয়াদ।

প্রচার সম্পাদক মাহফুজ রহমান ইয়ামিন কতৃক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

তিনি বলেন, আল্লামা আনসারী ওয়াজের ময়দানে একজন কিংবদন্তি ওয়ায়েজ ছিলেন। তিনি হাজারো মানুষকে কোরআন সুন্নাহ’ সঠিক জ্ঞান দিয়ে ওয়ায়েজের ময়দানে বিশ্লেষণের মাধ্যমে দ্বীনের পথে নিয়ে আসেন।

তার ইন্তেকালে জাতি আজ মুসলিম মিল্লাতের একজন মহান কিংবদন্তি অভিভাবককে হারিয়েছে৷

তিনি আরো বলেন, ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে এবং সকল প্রকার অন্যায়, অশ্লিলতা ও ইসলাম বিরুধী অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে তিনি ওয়ায়েজের ময়দানে গর্জে উঠতেন এবং ওয়ায়েজের মাধ্যমে জাতিকে জাগিয়ে তুলতেন৷

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, ইসলামের মহান এ খাদিম ও মুসলিম উম্মাহর দরদী অভিভাকের বিদায়ে আমরা এবং পুরো দেশবাসী আজ গভীরভাবে শোকাহত৷

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকামের দোআ করেন।