পৃথিবী দুইভাগে বিভক্ত ৷ হক আর বাতিল ৷ জালিম আর মাজলুম ৷ ন্যায় আর অন্যায় ৷ এই বিভক্তি চিরন্তণ ৷ বাতিলের সাথে হকের দ্বন্দ্ব যেমন সাময়িক নয়, হকের প্রতি বাতিলের আগ্রাসনও ক্ষণিকের নয় ৷ সর্বযুগ ও সর্বকালেই ছিল এই লড়াই ৷ রূপ বদলেছে দুইপক্ষের, কিন্তু লড়াই থামেনি ৷ এই লড়াইয়ে জয়-পরাজয়ের সমীকরণও খুব জটিল কিছু নয় ৷ সাময়িক আধিপত্য লাভ করতে পারে জালিমশক্তি, কিন্তু চূড়ান্ত সাফল্য, সে তো অবধারিত মজলুমের জন্যই ৷
সত্যপন্থি হে পথিক ! তোমার ভয়ের কোনো কারণ নেই ৷ নেই দ্বিধা-সংশয়ের কোনো অবকাশ ৷ তোমাকে ন্যায়ের পথে চলতে হবে ৷ সত্যের মশাল জ্বালতে হবে ৷ মজলুমের পক্ষে নামতে হবে মাঠে ৷ এতে হয়ত ক্ষুব্ধ হবে জালিম ৷ চোখ রাঙাবে স্বৈরাচার ৷ রূদ্ররোষে ফেটে পড়বে তাবৎ আগ্রাসী হায়েনার দল ৷ তবুও থমকে যাওয়া চলবে না ৷ গুটিয়ে নেয়া যাবে না মুষ্ঠিবদ্ধ ঐ শ্লোগানের হাত ৷ কদম বাড়াও বীরদর্পে ৷ পরিণাম তো অনিবার্য ৷ তোমার চূড়ান্ত বিজয় অবশ্যম্ভাবি ৷

কী ভাবছ ?
মুরসী হেরে গেছে ?
আমেরিকা আর আলে সৌদের আশীর্বাদপুষ্ট সিসি জিতে গেছে ?
ইহুদীদের দোসর মিশরীয় ইতিহাসের ঘৃণীত ফেরাউন সিসির ক্রুর হাসি তোমাকে বিচলিত করছে ?
ঐ তাকিয়ে দেখ জান্নাতের সিড়ি বেয়ে সাফল্যের স্বর্ণশিখরে পৌছে গেছে বীর শহীদের আত্মা !

ঝেরে ফেল সব সংশয় ৷ বলিয়ান হও হিম্মতের প্রচন্ড তেজস্যীতায় ৷ শহীদের খুনী কখনো বিজয়ী নয় ৷ শাহাদাতের লাল রক্তও কখনো ব্যর্থ নয় ৷

সুতরাং,
দ্বিধাহীন কণ্ঠে আওয়াজ তোল,
স্বৈরতন্ত্র নিপাত যাক!
মানবতা মুক্তি পাক !!


তন্ত্র-মন্ত্র ধ্বংস হোক !
দ্বীনইসলাম কায়েম হোক !!


এভাবেই সরব ভূমিকা পালন করুক সকল মজলুমের পক্ষে, সব জালিমের বিরুদ্ধে বিদ্রোহী কাফেলা বাংলাদেশ খেলাফত যুব মজলিস

যুবকন্ঠ