সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার করা হয়েছে।

অদ্য ২৭/০৭/২০২১খ্রিঃ অনুমান ১৮:১৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব এসএম মিজানুর রহমান এবং পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব সৈয়দ মাহবুবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ আব্দুস সালাম, এসআই(নিঃ)/ মোঃ রফিকুল ইসলাম, এএসআই(নিঃ)/ মো. গিয়াস উদ্দিন, এএসআই(নিঃ)/১৬২ মো. ইকবাল হোসেন, এএসআই(নিঃ)/বিশ^জিত রায়, কনস্টেবল/৯৩৫ হুমায়ূন কবির, কনস্টেবল/১১৬৬ মো. শহিদুল ইসলাম, কনস্টেবল/১০০৩ সুজিত দাস, কনস্টেবল/৭৩৬ উত্তম রায়, কনস্টেবল/২৯৭ আব্দুর রাজ্জাক-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন মহাজনপট্টি কাষ্টঘর গলির মুখ মেসার্স ইউসুফ এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মো. আব্দুস শহিদ (২৪), পিতা- মো. আব্দুল মতিন, সাং- বাঁশহাটি, থানা- দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- উজ্জল মিয়ার কলোনী, বাগবাড়ি, নরসিংটিলা, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।

গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।