স্টাফ রিপোর্টার ঃ সমাজ ও মানবতার কল্যাণের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলাভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০১৯ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিলো “মোহনা ফাউন্ডেশন জকিগঞ্জ”। জেলা পর্যায়ে মোহনার কার্যক্রমকে বিস্তৃত করার লক্ষ্যে “মোহনা ফাউন্ডেশন সিলেট” এর নামে পথচলা শুরু হলো অাজ ২২ এপ্রিল বুধবার। ফাউন্ডেশনের সোনাসারস্থ অস্থায়ী কার্যালয়ে মাওলানা শিব্বির অাহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা রায়হান উদ্দিনকে চেয়ারম্যান ও হাফিয মওলানা জামিল অাহমদকে সেক্রেটারি করে ৯ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে চেয়ারম্যান ও সেক্রেটারি ছাড়াও মাওলানা শিব্বির অাহমদ, মাওলানা জুনাইদ অাল জাহিদ, মাওলানা ইমরান অাহমদ, মাওলানা হুসাইন অাহমদ, মাওলানা কবির অাহমদ, হাফিয মাওলানা জাহিদ অাহমদ ও মাওলানা অাবু হানিফ সাদীকে ফাউন্ডিং ডিরেক্টর হিসেবে মনোনীত করা হয়।
এছাড়া শিঘ্রই ১০১ জন ট্রাস্টি ও ২১ জন ওয়ার্কিং মেম্বার গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, প্রতি ২ বছর পরপর চেয়ারম্যান ও সেক্রেটারি পদে নতুন দায়িত্বশীল নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।