মুরসী হত্যার বিচারের দাবীতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিলেন এরদোগান
মিশরে অবৈধ পন্থায় ক্ষমতা দখলকারী স্বৈরশাসক আল সিসির কারাগারে বন্দী অবস্থায় সাবেক প্রেসিডেন্ট শহীদ মুহাম্মাদ মুরসীর নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে আন্তর্জাতিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
তিনি বলেন, আমরা মুরসীর মৃত্যুর সাথে সম্পর্কিত বিষয়গুলো খতিয়ে দেখছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচারের জন্য মিশর সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাব। এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যা কিছু করা প্রয়োজন তাই করব।
বুধবার ইস্তাম্বুলে একে পার্টির সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এরদোগান এসব কথা বলেন।
এরদোগান স্পষ্টভাবে উল্লেখ করেন, মুরসীর স্বাভাবিক মৃত্যু হয়নি। বরং তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন, আদালতে তিনি ২০ মিনিটের মতো অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। তবুও মিশরীয় কতৃপক্ষ তার সাহায্যের জন্য কিছুই করেনি। অবশ্যই তাকে হত্যা করা হয়েছে। তিনি প্রাকৃতিক নিয়মে মারা যাননি।
সূত্র : আল জাজিরা