মুসলমানরা ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরার কারনেই ইসলাম বিদ্বেষীরা মাথাচাড়া দিয়ে উঠেছে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, আমরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করিনা বলেই নাস্তিক-বিদ্বেষীরা মাথাচাড়া দিয়ে উঠেছে।

তাদের দমন করতে হবে, তারাই ইসলামের সবচেয়ে বড় শত্রু। তারা ধর্মের নামে কটুক্তি করবে, নবী-রাসুলকে গালি দিবে, এদেশের তাওহীদী জনতা তা সহ্য করবে না। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে।

গতকাল (১৯শে মার্চ) সোমবার নোয়াখালী জেলা সর্বস্তরের ওলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে, আপনাকে তা বুঝতে হবে। ইসলামে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরো বলেন, আজ কোথাও শান্তি নেই, সবজায়গায় অশান্তি। আপনারা ইতিহাস পর্যালোচনা করে দেখুন, রাসুল সা. ও সাহাবায়ে কেরামের যুগে কোনো অশান্তি ছিল না। কারন তাঁরা আল্লাহ’র দেয়া সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। খোদায়ী সংবিধান বাদ দিয়ে মানব রচিত সংবিধান দ্বারা কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারেনা।

সুত্র: ইনসাফ টোয়েন্টিফোর ডটকম