দেশজুড়ে হিজবুত তাওহীদের কুফুরী কার্যক্রম নিষিদ্ধের দাবীতে ও দেশের শীর্ষ আলেমদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মনোহরগঞ্জে মানববন্ধন করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। শুক্রবার জুমার নামায শেষে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার নাথেরপেটুয়া ষ্টেশন বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দেশজুড়ে হিজবুত তাওহীদের কুফুরী কার্যক্রম নিষিদ্ধের দাবীতে ও দেশের শীর্ষ আলেমদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মনোহরগঞ্জে মানববন্ধন করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। শুক্রবার জুমার নামায শেষে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার নাথেরপেটুয়া ষ্টেশন বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেট কেন্দ্রিয় জামে-মসজিদের খতিব মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসায়ে নূরে মদিনা নাথেরপেটুয়ার মোহতামিম হাফেজ শরাফত করীম, স্থানীয় বাজারের বিশিষ্ট ব্যবসায়ি আনিসুর রহমান শামীম, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার আতাউর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র নেতা মাসুদসহ সর্বস্তরের তৌহিদী জনতা

মাওলানা রাশেদুল ইসলাম বলেন হিজবুত তাওহীদ বিভিন্নভাবে ইসলাম বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং আলেম-ওলামাসহ বিভিন্ন স্থানে মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তিনি অবিলম্বে এ সংগঠনকে নিষিদ্ধ করার জন্য সরকার কাছে দাবী জানান।