স্টাফ রিপোর্টারঃ ফরিদ আহমদ ফেরদাউস
করোনাভাইরাস (কভিড-১৯) সাধারণ ছুটিতে পুরো দেশ শুধু নয় গোটা বিশ্ববাসী। নিম্ন আয়ের হতদরিদ্র ঘরবন্ধি মানুষের দিন কাটছে আতঙ্ক আর উৎকণ্ঠায়। এমন সময়ে কোনো দুস্থ-দরিদ্ররা যেন অনাহারে না থাকে, পাশাপাশি মধ্যবিত্তরাও যেনো চক্ষুলজ্জায় পড়ে অনাহারে না থাকে। সেই পদক্ষেপ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এর সার্বিক ব্যবস্থাপনায় তার প্রতিনিধিদের মাধ্যমে মধ্যবিত্ত মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে চাল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক,সাংবাদিক আবু তালহা তোফায়েলের কাছ থেকে জানা যায়, ত্রাণ বিতরণের সময় কোনো ফটোসেশন করা হয়নি। ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ’র নির্দেশেই এসব মধ্যবিত্তদের ছবি তোলা হয়নি৷ কারণ তারা পরিস্থিতির স্বীকার।