স্টাফ রিপোর্টারঃ রিয়েল ষ্টার সমাজ কল্যাণ সংস্থা জানাইয়া পশ্চিম পাড়া বিশ্বনাথ সিলেট এর উদ্যোগে জানাইয়া পশ্চিম পাড়ার মহাল্লাবাসী ও প্রাবাসীদের অর্থায়নে আজ শুক্রবার (১০ এপ্রিল) সন্ধার পর থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত করোনাভাইরাসের কারণে একশত কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রিয়েল ষ্টার সমাজ কল্যাণ
সংস্থার উপদেষ্টা ও সকল সদস্যবৃন্দ।
তারা নিজ কাদে বহন করে মানুষের বাড়িতে গিয়ে এই খাদ্য সামগ্রী পৌছে দেন।এছাড়াও রিয়েল ষ্টার সমাজ কল্যাণ সংস্থা জানাইয়া পশ্চিম পাড়া বিশ্বনাথ সমাজের বিভিন্ন কল্যাণে অতুলনীয় ভূমিকা পালন করতে দেখা যায়।
জানা যায়, প্রচারণা ব্যতীত শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য ও করোনাভাইরাস থেকে জাতির হেফাজতের জন্য তারা এই অনুদান দিয়েছেন।ছবি তুলা ও নিজেদের নাম মেনশন করার ব্যপারে তারা অনিচ্ছুক।এবং তারা বিশ্বাস করেন,প্রকৃত জনসেবা ইবাদতের সমতুল্য।