ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলীয় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে দশজন নিহত হয়েছে।
শুক্রবার (২১ জুন) জুম্মার নামাজের পরে চালানো এই হামলায় ১০ জন নিহত হওয়া ছাড়াও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরাক পুলিশ।
জানা গেছে, দুইজন আত্মঘাতী শুক্রবার বাগদাদে হামলা চালাবে-এই খবর দেশটির গোয়েন্দারা আগেই ইরাক পুলিশকে অবহিত করেছিল। এরই প্রেক্ষিতে জুম্মার দিন ভোর থেকেই শহরের মসজিদগুলো এবং আশপাশ এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছিলো পুলিশ। তবে হামলাকারী নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই হামলা চালাতে সক্ষম হয়।
সময় গড়ালেও এখন পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
সূত্র : স্কাই নিউজ