ফেসবুক থেকে নেয়া।

#গতকাল_রিফাত_কেনো_খুন_হলো মনোযোগ দিয়ে পড়ুন

স্টার জলসা ও জি-বাংলার প্রভাব পড়েছে দেশের মানুষের উপর। বিশ্বাস করুন আর নাই করুন। নিচে কিছু প্রমাণ দিলাম দেখুন।

“তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি সব ভেঙ্গে যাবে এভাবে ভাবতে পারিনি তুই ছাড়া কে বন্ধু হায় বুঝে আমার মোন তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন???” —মিনি শরীফের আইডি থেকে নেওয়া। রিফাতের সাথে বিয়ে হওয়ার পরেও সে পুরাতন প্রেমিক/ এক্স হাজবেন্ড নয়নের উদ্দেশ্যে ৭ই মে এই পোস্ট দেয়। নয়ন সেই পোস্টে কমেন্টও করে।

————আসল রহস্য ****

নয়ন, রিফাত, মিন্নি।

নয়ন আর রিফাত বন্ধু। মিন্নি নয়নের বউ। বেশ ভালই চলতেছিলো৷ রিফাত বন্ধুর বউ এর সাথে প্রেমের পরকিয়া সম্পর্ক স্থাপন করে। নয়ন বুঝতে পেরে বাধা দেয়।

তারপর রিফাত মিন্নি পালায় বিয়ে করে নয়ন রে ডিভোর্স দেয়।

আজকে বাংলার সবাই রিফাত হত্যার বিচার চাইবে নয়নের ফাঁসি।

ভাই রে নয়ন তো আগেই মারা গেছে।
যেদিন তার বন্ধু রিফাত বন্ধুত্বের সুযোগ নিয়ে তার বউ এর সাধে অবৈধ সম্পর্কে জড়ায়।

নয়ন তো আগেই মারা গেছে যেদিন তার বউ তার বন্ধুর সাথে পালিয়ে বিয়ে করে তাকে ডিভোর্স দেয়।

বন্ধুত্ব, ভালবাসা যেদিন নিজের সাথে বেইমানি করে তখন কোন মানুষের বাঁচার ইচ্ছা থাকে না।

নয়নের কাজটা হয়তো অমানবিক।

নয়নের জায়গায় আমি/আপনি হলে হয়তো ভাগ্য কে মেনে নিতাম নয়তো সুসাইড করে নিজেকে কা-পুরুষ প্রমাণ করে যেতাম পৃথিবীর কাছে।

আজকে পুরো পৃথিবী নয়নের বিপক্ষে একটা নারীর জন্য যেমন ট্রয় নগরী ধংস হয়েছিলো তেমনি একজন নারীর জন্য রিফাত খুন হলো। পরিশেষে বলি?

আমি এই হত্যাকান্ডের প্রতিবাদ জানাই।
আসামীদের উপযুক্ত শাস্তি দেওয়া হউক।

আরোও পড়ুনঃ

রিফাত হত্যাকান্ডঃ রহস্য- ১