নির্ভীক সাংবাদিক দুর্বার দুর্জয়,
চারিদিকে হন্য হয়ে ছুটে চলে নেই ভয়।
সত্যের কলমে সদা তারা আগুয়ান,
কত গেল প্রাণ আর কত হলো বলিদান !
তবু নয় তারা কভু ভীত-সন্ত্রস্ত,
চলছে তাদের কাজ প্রতিনিয়ত ।
অন্যায় অবিচার পায়ে দলে তারা,
মানুষের কল্যাণে তবুও খাড়া।
জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রামী পথে,
যুদ্ধ ময়দানেও ক্যামেরা হাতে ।
গোলাগুলি বর্ষণ গুলি কত হয় !
ছুটে চলে সবার আগে ভয় করে জয় ।
মৃত্যুর পথে তারা সদা দাঁড়িয়ে,
অবিরত ক্যামেরা যায় চালিয়ে।
তাদের সাহসের নেই তুলনা ,
দুর্বার দুর্জয় অনুপ্রেরণা।
স্যালুট জানাই আমি স্যালুট তাদের,
সততার সংগ্রামী জীবন যাদের ।
দোয়া করি সদা আমি খোদার কাছে ,
নির্ভীক সাংবাদিক থাকুক বেঁচে ।
কবি ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী, রাজশাহী ।