নরসিংদী জেলা ছাত্র জমিয়তের সভাপতি বায়জিদ আহমদের পিতা জনাব সিরাজুল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আজ (১লা আগস্ট) রবিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সভাপতি এখলাছুর রহমান রিয়াদ এ শোক জানান।

শোক বার্তায় ছাত্র জমিয়ত সভাপতি বলেন, প্রিয় সহকর্মী বায়জিদ আহমদের পিতা জনাব সিরাজুল ইসলাম সাহেব একজন উদার মনের মানুষ ছিলেন। অত্যন্ত পরহেজগার ধার্মিক এবং আলেম-উলামা ভক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন। আজ হঠাৎ শারিরীক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় আনার পথেই আনুমানিক বেলা ১১টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

প্রিয় সহযোদ্ধার পিতৃবিয়োগে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহ’র দরবারে দোয়া করছি তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার তাওফিক দান করেন।