করোনাভাইরাসের এই মহা সংকটময় মুহূর্তে সুনামগঞ্জের দিরাই শাল্লার আলেমদের সহায়তায় দিরাই শাল্লার মাটি ও মানুষের প্রিয় নেতা “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ” কেন্দ্রীয় সহকারী মহাসচিব জননেতা প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ।
১৮ই মে ২৪ রমজান দিরাই জামেয়ায় প্রায় দুই শতাদিক জাহানারা মোমোরিয়াল সমাজ সেবা ট্রাষ্টের পক্ষ থেকে আলেমদের হাতে উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয় ।এই ট্রাষ্টের ব্যবস্থপনায় আছেন জননেতা প্রিন্সিপাল শুয়াইব আহমদ।জানা যায়,প্রতি ইউনিয়নে আলেমদের হাতে উপহার তুলে তুলে দেওয়া হয়।
দিরাই উপজেলা জমিয়তের সেক্রেটারি জেনারেল মাওঃ হেলাল আহমদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন দিরাই জমিয়তের সভাপতি মাওঃ নাজিম উদ্দিন তালুকদার, সহ-সভাপতি মাওঃ ইলিয়াস আহমদ, মাওঃ মুখতার হুসাইন চৌধুরী, সহ সম্পাদক মাওঃ আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ এনামুল হক শরিফপুরী, যুব জমিয়তের সভাপতি মাওঃ শাব্বির আহমদ সর্দার, জয়েন্ট সেক্রেটারি মুফতি সিরাজুল ইসলাম, ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ মোহাম্মদ আলী, সেক্রেটারি হাঃ জিয়াউল করীম সহ প্রমুখ।