স্টাফ রিপোর্টারঃ ফরিদ আহমদ ফেরদাউস।

করোনাভাইরাসের ভয়ে কাঁপছে গোটা বিশ্ব।সেই আঁচ লেগেছে বাংলাদেশেও। প্রাণঘাতী এই ভাইরাসে সংকটে পড়েছে জনজীবন। একদিকে কোভিড-১৯ আতঙ্ক অন্যদিকে বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা নিয়েই তাদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। এমন পরিস্থিতিতে যখন অনেকেরই দিন কাটছে খেয়ে না খেয়ে ঠিক এসময়ই মানুষের পাশে দাঁড়িয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম  বাংলাদেশের সহকারী মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি, প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ। আজ বুধবার দিনব্যাপী দিরাই পৌর শহর সহ উপজেলার ৩ শতাধিক মানুষের ঘরে ঘরে প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।