26 C
Dhaka
Tuesday, March 2, 2021

তারুণ্যের আলো সিলেট’র কার্যনির্বাহী কমিটি গঠন

- Advertisement -
- Advertisement -

সিলেটঃঃ ১৩ জুন শনিবার তারুণ্যের আলো সিলেটের নীতিনির্ধারণী ভার্চুয়াল গ্রুপে এক সাধারণ মিটিং অনুষ্ঠিত হয়। এতে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পর্কে আলোচনা হয়। উক্ত সভায় সম্মিলিত মতামতের ভিত্তিতে দুই বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন করা হয়। ১৪ জুন রবিবার সংগঠনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে ১১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্যানেল উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা খালেম আহমদ। কার্যনির্বাহী পরিষদের ঘোষিত প্যানেল নিম্নরূপ-

১.সভাপতি:- মাসুম আল মাহদী, জৈন্তাপুর।

২.নির্বাহী সভাপতি: মাওলানা লুৎফুর রহমান, কানাইঘাট।

৩. সিনিয়র সহ-সভাপতি: এস ইউ সাদ্দাম, জৈন্তাপুর।

৪. সহ-সভাপতি: মাওলানা ইমাদ বিন রফিক, ওসমানীনগর।

৫. সহ-সভাপতি: মাওলানা আনোয়ার বিন মুকাদ্দাছ, কোম্পানীগঞ্জ।

৬. সহ-সভাপতি: মাওলানা আতিকুর রহমান, সদর।

৭. সহ-সভাপতি: আব্দুল্লাহ পিকে, জৈন্তাপুর।

৮. সহ-সভাপতি: আফসর আহমদ সিদ্দিকী, কানাইঘাট।

৯. সহ-সভাপতি: হাফিজ শাহ খায়রুল আলম সাদিক, জৈন্তাপুর।

১০. সহ-সভাপতি: জাকারিয়া আনসারী, জৈন্তাপুর।

১১. সহ-সভাপতি: মাওলানা রুহুল আমিন সিরাজী, কোম্পানীগঞ্জ।

১২. সহ-সভাপতি: মাওলানা মুস্তাক, জৈন্তাপুর।

১৩. সহ-সভাপতি: রবিউল ইসলাম, সদর।

১৪. সহ-সভাপতি: রইছ উদ্দীন চৌধুরী, গোয়াইনঘাট।

১৫. সহ-সভাপতি: হাফিজ আল-আমিন রাফি, জৈন্তাপুর।

১৬. সহ-সভাপতি: হাফিজ আব্দুন নুর নোমান, কানাইঘাট।

১৭. সহ-সভাপতি: পারভেজ হোসাইন, দক্ষিণ সুরমা।

১৮. সহ-সভাপতি: মাওলানা ইমরান আহমদ, বিশ্বনাথ।

১৯. সহ-সভাপতি: সিদ্দিক আহমদ, বালাগঞ্জ।

২০. সহ-সভাপতি: নুরু ইসলাম, বিয়ানীবাজার।

২১. সাধারণ সম্পাদক: মাওলানা ওলিউর রহমান, গোয়াইনঘাট।

২২. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মাওলানা আব্দুল্লাহ সালমান, গোয়াইনঘাট।

২৩. যুগ্ম সাধারণ সম্পাদক: মাওলানা আবু তাহির মিসবাহ, কানাইঘাট।

২৪. যুগ্ম সাধারণ সম্পাদক: মাওলানা নজরুল ইসলাম, গোয়াইনঘাট।

২৫. যুগ্ম সাধারণ সম্পাদক: কে এম মিজান, বিশ্বনাথ।

২৬. যুগ্ম সাধারণ সম্পাদক: হাফিজ জাকওয়ান, জৈন্তাপুর।

২৭. সহ-সাধারণ সম্পাদক: মাসুম আহমদ, কানাইঘাট।

২৮. সহ-সাধারণ সম্পাদক: মাওলানা আবুল হোসাইন, কোম্পানীগঞ্জ।

২৯. সহ-সাধারণ সম্পাদক: সালমান চৌধুরী, বিশ্বনাথ।

৩০. সহ-সাধারণ সম্পাদক: এস কে মুস্তাক, কানাইঘাট।

৩১. সহ-সাধারণ সম্পাদক: হারুনুর রশিদ, জৈন্তাপুর।

৩২. সহ-সাধারণ সম্পাদক: জাহাঙ্গীর আলম, কানাইঘাট।

৩৩. সহ- সাধারণ সম্পাদক: লায়েক আহমদ, সদর।

৩৪. সহ-সাধারণ সম্পাদক: এইচ এম জালাল উদ্দীন, জৈন্তাপুর।

৩৫. সহ-সাধারণ সম্পাদক: তোফায়েল আহমদ, গোয়াইনঘাট।

৩৬. সাংগঠনিক সম্পাদক: এইচ এম শরিফ আহমদ, গোয়াইনঘাট।

৩৭. সহ-সাংগঠনিক সম্পাদক: হাফিজ আমজাদ উজ্জামান, জৈন্তাপুর।

৩৮. সহ-সাংগঠনিক সম্পাদক: নুরুল ইসলাম খান, কানাইঘাট।

৩৯. সহ- সাংগঠনিক সম্পাদক: তোফায়েল বিন জব্বার, জকিগঞ্জ।

৪০. সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা আল মনসূর, গোয়াইনঘাট।

৪১. প্রচার সম্পাদক: হাফিজ ফরিদ আহমদ ফেরদাউস, বিশ্বনাথ।

৪২. সহ-প্রচার সম্পাদক: হাফিজ আহমদ সাদিক জুয়েল, কানাইঘাট।

৪৩. সহ-প্রচার সম্পাদক: মুতিউর রহমান,স

৪৪. সহ- প্রচার সম্পাদক: আবু সুলাইমান নাঈম।

৪৫. সহ-প্রচার সম্পাদক: হাফিজ শিব্বির আহমদ, কানাইঘাট।

৪৬. সহ-প্রচার সম্পাদক: হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, গোয়াইনঘাট।

৪৭. সহ-প্রচার সম্পাদক: ইসলাম উদ্দীন, জৈন্তাপুর।

৪৮. সহ- প্রচার সম্পাদক: হাফিজ শরিফ আহমদ, গোয়াইনঘাট।

৪৯. সহ-প্রচার সম্পাদক: ইসহাক আহমদ, কোম্পানীগঞ্জ।

৫০. সহ-প্রচার সম্পাদক: সালমান আহমদ,জৈন্তাপু

৫১. সাহিত্য সম্পাদক: শুয়াইব নাঈম, কানাইঘাট।

৫২. সহ- সাহিত্য সম্পাদক: হাফিজ নাজমুল হাসান ফাহিম, জৈন্তাপুর।

৫৩. সহ- সাহিত্য সম্পাদক: ইসহাক আহমদ, কোম্পানীগঞ্জ।

৫৪. সমাজকল্যাণ সম্পাদক: হাফিজ মুস্তাকিম হাসান, জৈন্তাপুর।

৫৫. সহ-সমাজকল্যাণ সম্পাদক: আহমদ সুহেল, কানাইঘাট।

৫৬. সহ- সমাজকল্যাণ সম্পাদক: হারুনুর রশিদ তোফায়েল, গোয়াইনঘাট।

৫৭. সহকারী সমাজকল্যাণ সম্পাদক: সাদ্দাম হোসাইন,সদর।

৫৮. সহকারী সমাজকল্যাণ সম্পাদক: মল্লিক বুরহান, সদর।

৫৯. তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আবু তালহা তোফায়েল, গোয়াইনঘাট।

৬০. সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক: এইচ এম শামসুল হক, জৈন্তাপুর।

৬১. সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: ফাহাদ সিদ্দিকী, জৈন্তাপুর।

৬২. সহকারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আহমদ মাশহুদ, কানাইঘাট।

৬৩. মিডিয়া বিষয়ক সম্পাদক: এম আর নোমান, গোয়াইনঘাট।

৬৪. সহকারী মিডিয়া বিষয়ক সম্পাদক: হাফিজ এহসান উল্লাহ, গোয়াইনঘাট।

৬৫. সহকারী মিডিয়া বিষয়ক সম্পাদক: জাবের আহমদ ইসহাক, কানাইঘাট।

৬৬. অর্থ সম্পাদক:  আখলাকুর রহমান জনি, জৈন্তাপুর।

৬৭. সহকারী অর্থ সম্পাদক: হাফিজ আহমদ সালেহ, গোয়াইনঘাট।

৬৮. সহকারী অর্থ সম্পাদক: ওয়েস মাসরুর, কানাইঘাট।

৬৯. সহকারী অর্থ সম্পাদক: মিনহাজুল ইসলাম মাহির, সদর।

৭০. স্কুল ও কলেজ সম্পাদক: সালিম উদ্দীন, গোয়াইনঘাট।

৭১. সহকারী স্কুল ও কলেজ সম্পাদক: আহমদ আব্দুল্লাহ, কানাইঘাট।

৭২. সহকারী স্কুল ও কলেজ সম্পাদক: মাসউদ আহমদ মাহিদ, জৈন্তাপুর।

৭৩. সহকারী স্কুল ও কলেজ সম্পাদক: তালহা আহমদ ওলি, গোয়াইনঘাট।

৭৪. প্রকাশনা সম্পাদক: হাফিজ আরিফ উদ্দীন, গোয়াইনঘাট।

৭৫. সহকারী প্রকাশনা সম্পাদক: আশরাফ বিন আহমদ, সদর।

৭৬. পাঠাগার সমপাদক: মাওলানা এম ডি আসআদ, গোয়াইনঘাট।

৭৭. সহকারী পাঠাগার সমপাদক: নাঈম আহমদ, গোলাপগঞ্জ।

৭৮. সহকারী পাঠাগার সম্পাদক: সারওয়ার হোসাইন,  কানাইঘাট।

৭৯. অফিস সম্পাদক: কয়েস আল মাহদী, কোম্পানীগঞ্জ।

৮০. সহকারী অফিস সম্পাদক: নুরুল আমিন সাদিক, গোয়াইনঘাট।

৮১. সহকারী অফিস সম্পাদক: রফিক আহমদ, জৈন্তাপুর।

৮২. সহকারী অফিস সম্পাদক: এস এ রশিদ, সদর।

৮৩. পরিকল্পনা বিষয়ক সম্পাদক: আহমদ ইয়াকূব, কোম্পানীগঞ্জ।

৮৪. সহকারী পরিকল্পনা বিষয়ক সম্পাদক: আরিফুর রহমান, দক্ষিণ সুরমা।

৮৫. সহকারী পরিকল্পনা বিষয়ক সম্পাদক: মাহমুদ আল হাসান, কানাইঘাট।

৮৬. আন্তর্জাতিক সম্পাদক: সাকিব আল হাসান শাফি, জৈন্তাপুর।

৮৭. সহকারী আন্তর্জাতিক সম্পাদক: নুরুল ইসলাম নূর, গোয়াইনঘাট।

৮৮. সহকারী আন্তর্জাতিক সম্পাদক: আব্দুল বাসিত চৌধুরী, কানাইঘাট।

৮৯. সহকারী আন্তর্জাতিক সম্পাদক: মাওলানা সিদ্দিকুর রহমান, গোয়াইনঘাট।

৯০. সহকারী আন্তর্জাতিক সম্পাদক: হাফিজ আব্দুল ওয়াদুদ, জৈন্তাপুর।

৯১. ধর্ম বিষয়ক সম্পাদক: মাওলানা রুহুল বিন শামসুল হক, জৈন্তাপুর।

৯২. ব্লাড ডোনার বিষয়ক সম্পাদক: এস এন সাজন, বিশ্বনাথ।

৯৩. সহকারী ব্লাড ডোনার বিষয়ক সম্পাদক: মাহফুজুর রহমান, জৈন্তাপুর।

৯৪. সহকারী ব্লাড ডোনার বিষয়ক সম্পাদক: রায়হান আল মুনিম, জৈন্তাপুর ।

সদস্যবৃন্দ:

৯৫. আহমদ ইয়াকুব, কোম্পানীগঞ্জ।

৯৬. এইচ এম মতিউর রহমান, সদর।

৯৭. জাহেদ আহমদ, সদর।

৯৮. জাকারিয়া হোসাইন, দক্ষিণ সুরমা।

৯৯. সালমান শিকদার, জৈন্তাপুর।

১০০. মামুন আহমদ, গোয়াইনঘাট।

১০১. শাহেদ আহমদ, সদর।

১০২. তানজিল আহমদ, সদর।

১০৩. তাওসিফ আহমদ।

১০৪. আনোয়ার বিন আব্দুর রাজ্জাক, কানাইঘাট।

১০৫. আশরাফ বিন হাসান।

১০৬. ইমরান আহমদ।

১০৭. আবু তাহের আহমদ।

১০৮. নাজমুল ইসলাম।

১০৯. রফিক আহমদ, জৈন্তাপুর।

১১০. মাওলান আবুল খায়ের, কানাইঘাট।

১১১. হাফিজ মাহমুদ আল হাসান, কানাইঘাট।

১১২. কবির আহমদ শিপু।

১১৩. ইমরান হুসাইন সেলিম।

১১৪. রাকিব আহমদ।

উল্লেখ্য, আগামি ১৪ জুন ২০২২ ইং পর্যন্ত কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়।

আল্লাহ সবাইকে খুলুসিয়াত ও লিল্লাহিয়্যাতের সঙ্গে কার্যক্রম পরিচালনা করার তাওফিক দান করুন।

- Advertisement -

Latest news

হতাশ হয়ে পাকিস্তানে ফেরত যাচ্ছেন নাগরিকত্বের আশায় ভারতে আসা হিন্দু ও শিখরা!

আশাহত হয়ে পাকিস্তান ফিরে যাচ্ছেন মোদি সরকারের আমলে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আশায় পাকিস্তান থেকে আসা হিন্দু ও শিখ শরণার্থীরা। করোনার কারণে আর্থিক ক্ষয়ক্ষতি ও...
- Advertisement -

যে গাছগুলোতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা

যেসব গাছের এক বা একাধিক অংশ প্রাণীদের ক্ষেত্রে দরকারি ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তাকে ঔষধি গাছ বলে। গাছ যদি হয় বিভিন্ন রোগের ওষুধ, তখন...

হাজার কোটি টাকা দিলেও আর হিজাব ছাড়ব না : হালিমা ইডেন

ধর্মীয় বিশ্বাসের সাথে আপস করার জন্য চাপ অনুভব করার প্রেক্ষাপটে মুসলিম মডেল হালিমা ইডেন ফ্যাশন শো থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার ২৩ বছর...

ধর্ষকদের শাস্তি পুরুষাঙ্গ অকেজো, ইমরান খানের অনুমোদন!

ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং রাসায়ানিক প্রয়োগের মাধ্যমে ধর্ষকের পুরুষাঙ্গ অকেজো (খোজাকরণ) করে দেয়ার বিধান রেখে দুটি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে পাকিস্তানে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। মঙ্গলবার...

Related news

হতাশ হয়ে পাকিস্তানে ফেরত যাচ্ছেন নাগরিকত্বের আশায় ভারতে আসা হিন্দু ও শিখরা!

আশাহত হয়ে পাকিস্তান ফিরে যাচ্ছেন মোদি সরকারের আমলে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আশায় পাকিস্তান থেকে আসা হিন্দু ও শিখ শরণার্থীরা। করোনার কারণে আর্থিক ক্ষয়ক্ষতি ও...

যে গাছগুলোতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা

যেসব গাছের এক বা একাধিক অংশ প্রাণীদের ক্ষেত্রে দরকারি ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তাকে ঔষধি গাছ বলে। গাছ যদি হয় বিভিন্ন রোগের ওষুধ, তখন...

হাজার কোটি টাকা দিলেও আর হিজাব ছাড়ব না : হালিমা ইডেন

ধর্মীয় বিশ্বাসের সাথে আপস করার জন্য চাপ অনুভব করার প্রেক্ষাপটে মুসলিম মডেল হালিমা ইডেন ফ্যাশন শো থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার ২৩ বছর...

ধর্ষকদের শাস্তি পুরুষাঙ্গ অকেজো, ইমরান খানের অনুমোদন!

ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং রাসায়ানিক প্রয়োগের মাধ্যমে ধর্ষকের পুরুষাঙ্গ অকেজো (খোজাকরণ) করে দেয়ার বিধান রেখে দুটি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে পাকিস্তানে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। মঙ্গলবার...
- Advertisement -