বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।বাড়তি পেসার নিয়েছে ইংল্যান্ড
পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া দলে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। লিয়াম প্লানকেটকে ফিরিয়ে পেসে বাড়িয়েছে শক্তি। বাদ পড়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মইন আলি।
ইংল্যান্ড একাদশ: ওয়েন মর্গ্যান, লিয়াম প্লানকেট, জনি বেয়ারস্টো, জস বাটলার, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জফরা আর্চার, ক্রিস ওকস, মার্ক উড।
আবার একই একাদশ নিয়ে বাংলাদেশ
কার্ডিফে একজন বাড়তি পেসার হয়তো সহায়ক হতে পারতো তবুও একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। বাইরেই থাকছেন পেসার রুবেল হোসেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এবারের আসরে প্রথমবারের মতো টস জিতলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক নিলেন বোলিং। দুই দিন পিচ কাভারে ঢাকা থাকায় শুরুতে উইকেট থেকে কিছুটা সুবিধা আশা করছেন তিনি।
হ্যাটট্রিকের সুযোগ বাংলাদেশের
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল একতরফা, সেখানে যোজন যোজন এগিয়ে ইংল্যান্ড। ২০ ম্যাচের ১৬টিই জিতেছে ইংলিশরা। কিন্তু চিত্র ভিন্ন বিশ্বমঞ্চে। ক্রিকেটের কুলীন দেশটির বিপক্ষে বাংলাদেশের চার ওয়ানডে জয়ের দুটিই এসেছে বিশ্বকাপে। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ ২ উইকেটে। আর গত বিশ্বকাপে অ্যাডিলেইডে জয় এসেছিল ১৫ রানে। ওই ম্যাচে হার ইংলিশদের ছিটকে দিয়েছিল বিশ্বকাপ থেকে। এবার সুযোগ তাই হ্যাটট্রিকের। বিশ্বকাপের বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের একমাত্র জয় ২০০৭ আসরে।
কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।