জামায়াতের কেন্দ্রীয় নেতা মুমিনুল হকের জানাযার নামাজে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে ।
শনিবার দুপুরে প্যারেড ময়দানে মুমিনুল হক চৌধুরীর জানাযার নামাজের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২১ জুন) রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করা জামায়াত নেতা মুমিনুল হক চৌধুরীর জানাজা শনিবার জোহরের নামাজের পর প্যারেড ময়দানে আয়োজনের সিদ্ধান্ত নেন তার পরিবারের সদস্যরা।
কিন্তু জানাজায় জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নিতে প্যারেড ময়দানে এলে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগ।
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শেরে বাংলা হোস্টেলের সামনে এলে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও উত্তপ্ত বাক্যবিনিময় চলে। এসময় আহত হন কয়েকজন। পরে পুলিশ গিয়ে দুই পক্ষের মধ্যে অবস্থান নেয়। পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে জানাজা অনুষ্ঠিত হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, সংসদ সদস্য আবু রেজা নদভীর শ্বশুর জামায়াত নেতা মুমিনুল হক চৌধুরীর জানাজাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্যারেড ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় জানাজায় আসা জামায়াত-শিবির নেতা-কর্মীদেরকে হামলা চালায় তারা।
তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। ছাত্রলীগ নেতা-কর্মীদের শেরে বাংলা হোস্টেলের সামনে এবং জানাজায় আসা জামায়াত-শিবির নেতা-কর্মীদের প্যারেড ময়দানে ব্যারিকেডে রেখে জানাজা শেষ করা হয়।