ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। ৩১ আগস্ট মঙ্গলবার ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ সংগঠনের পক্ষে এ শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় ছাত্র জমিয়ত সভাপতি বলেন, ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব ও সাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাহ’সহ সকলকে ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ।

তিনি বলেন, আমরা আশাবাদী ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি বর্তমান তরুণ প্রজন্মকে সুস্থ রাজনীতি চর্চার দিকে আহবান করবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামবিরোধী যেকোনো ষড়যন্ত্রের মোকাবেলায় ছাত্র অধিকার পরিষদ অগ্রণী ভুমিকা রাখবে। দেশ ও ইসলামবিরোধী যেকোনো ষড়যন্ত্রের মোকাবেলায় ছাত্র অধিকার পরিষদের পথচলায় ছাত্র জমিয়তের সমর্থন থাকবে, ইনশাআল্লাহ।

ছাত্র জমিয়ত সভাপতি আরো বলেন, আমরা আশা রাখি ছাত্র অধিকার পরিষদ অতীতের ন্যায় কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের মতো শান্তিপূর্ণ কর্মসূচি বর্তমান তরুণ প্রজন্মকে উপহার দিবে। আগামীর সুষ্ঠু, সুন্দর বাংলাদেশ গড়তে রাজপথে ঐক্যবদ্ধ কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

পরিশেষে, ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পথচলার সার্বিক সফলতা কামনা করছি। সেইসাথে বিদায়ী নেতৃবৃন্দের উজ্জ্বল ভবিষ্যত ও আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানাচ্ছি।