স্টাফ রিপোর্টারঃ ফরিদ আহমদ ফেরদাউস।

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি সালমান চৌধুরীর (বড়) দুলাভাই সিলেট মহানগর এরিয়ায় বাসিন্দা গতকাল রাতে হঠাৎ করে মৃত্যুবরণ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন।তিনি মৃত্যুকালে দুই ছেলে,এক মেয়ে ও স্ত্রী সহ পরিবার পরিজন রেখে যান।

এদিকে ছাত্রনেতা সালমান চৌধুরীর দুলাভাইয়ের ইন্তেকালে ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।নেতৃবৃন্দ বলেন, প্রত্যেক প্রাণীই মরণশীল।সবাইকে এই দুনিয়া ত্যাগ করে পরপারে পাড়ি দিতে হবে।তবে কিছু মৃত্যু হয়ে পড়ে বেশি বেদনাদায়ক।আমাদের সহযোদ্ধা সালমানের দুলাভাইয়ের তাৎক্ষণিক এই মৃত্যু তাদের পরিবার পরিজনের জন্য সহ্য করা কঠিন হয়ে পড়ছে।অনুপযুক্ত সন্তানরা আজ ইয়াতিম হয়ে গেলো। আমরা দোয়া করি মহান আল্লাহ্ যেন তাদেরকে সর্বদা সাহায্য করেন,সবাইকে সবরে জামীল এখতিয়ার করার তাওফিক দান করেন এবং মরহুমকে জান্নাতের আ’লা মাক্বাম দান করেন।আমীন