বিডি ব্লাড পরিবারঃঃ করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে এ সময় রক্তদাতার সংখ্যা কমে গেছে। ফলে রক্তের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনরা। অনেক সময় দেখা যাচ্ছ রক্তের অভাবে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
মুমূর্ষু রোগীদের প্রয়োজনে যেহেতু রক্তের কোনো বিকল্প নেই। এ কারণে রক্তদান কার্যক্রম বন্ধ রাখা ঠিক নয়।
বিশেষজ্ঞরা বলছেন, যেসব ব্যক্তির কোভিডের উপসর্গ নেই ও যারা আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে আসেননি এমন যে কেউ রক্ত দিতে পারেন।
তবে অনেকে মনে করেন, এ সময় হাসপাতালে গিয়ে রক্তদান করলে তিনি করোনায় আক্রান্ত হতে পারেন। এ ধারণা মোটেও সঠিক নয়। কিছু নিয়ম মেনে আপনি নিরাপদে রক্তদান করতে পারবেন।
এ সময় রক্তদাতা ও হাসপাতালগুলোর যেসব সাবধানতা মেনে চলা প্রয়োজন-
১. রক্ত দেয়ার আগে ও পরে স্যানিটাইজার ব্যবহার করে হাত জীবাণুমুক্ত করে নিন।
২. রক্তদানের সময় মাস্ক ব্যবহার করুন। মাস্কে যদি ভুল করে হাত দেন, তবে হাত ধুয়ে নিন।
৩. রক্তদানের পর বাড়িতে গায়ের পোশাক ধুয়ে নিন ও গোসল সেরে ফেলুন।
৪. নাকের সংক্রমণ এড়াতে গরম ভাপ নিতে পারেন।
৫. শুধু রক্তদানের পর ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন হলুদ চা, ভেষজ চা পান করুন।
হাসপাতাল কর্তৃপক্ষের করণীয়-
১. স্পর্শ করা জায়গাগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।
২. রোগীদের বসার জায়গায় থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন।
৩. হাসপাতালে বাইরে থেকে কেউ ঢুকলে থার্মাল স্ক্র্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা উচিত।
সৌজন্যেঃ বিডি ব্লাড পরিবার
সূত্র : টাইমস অব ইন্ডিয়া