মহামারি করোনাভাইরাসে ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৩৮ জন।

এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করেছেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য দফতর একথা জানিয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় ইংল্যান্ডে, ৬ হাজার ৪৩৮ জন। এরপর স্কটল্যান্ডে ৩৬৬ জন, ওয়েলসে ২৩৫ জনও নর্দার্ন আয়ারল্যান্ডে ৭৮ জন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৬০ হাজার, মারা গেছেন ৭ হাজার ৯৭ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৩৩২ জন।

এদিকে কোভিড-১৯ সংকট মোকাবেলায় বরিস জনসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রব।