সাবেক জার্মান ফুটবলার, তুর্কী বংশোদ্ভূত মাসউদ ওজিলের বিয়েতে সাক্ষী হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তাঁর স্ত্রী আমিনা এরদোগান।
শুক্রবার (৭ জুন) ইস্তাম্বুলে তুর্কী বংশোদ্ভূত সুইডেনের নাগরিক আমিনা গুলসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওজিল।
এসময় এরদোগান উভয়ের শুভবিবাহ ও দীর্ঘ বন্ধনের জন্য দু’আ করেন।
তারা উভয়ে তুর্কী বংশোদ্ভূত হওয়ায় তুরস্কে বিবাহ অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে গুরুত্বের সাথে দাওয়াত দেন।
তুর্কী প্রেসিডেন্ট ছাড়াও উক্ত বিবাহে তুরস্কের রাষ্ট্রীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র : আনাদোলু