চলমান২৪:: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নওগাঁ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।

আজ শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহমুদ খান এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশে এই প্রথম কোনো জাতীয় সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

মাহমুদ খান বলেন, ‘আজই আমরা তাঁর করোনায় আক্রান্ত হওয়ার কথা শুনেছি। তিনি ন্যাম ভবনের ৪ নম্বর ভবনে আছেন। তিনি নিজ থেকেই সেলফ আইসোলেশনে আছেন।’

সূত্র: এনটিভি