ক্ষমা করো, ক্ষমা করো,ওগো দয়াময়,
জানি না,আগামীতে কি জানি কি হয়?
রমযান বিদায়ে,আশা বাধি প্রাণে-
ভরে দাও,ভরে দাও;মুক্তির ঘ্রাণে…
যা কিছু ছিল ভবে,মনে ওগো জমা-
ধুয়ে মুছে ফেলে দাও,করে দাও ক্ষমা…
পাপী,তাপী সবে মিলে,হয়ে একাকার-
ফরিয়াদ করি সবে,করি হাহাকার…
অন্তরে জমা কালো,করে দাও চুর-
তুমি প্রভু দয়াময়,রহমত,নূর।
আশাহত করো না,অন্তরে লাগে-
ঈদের আগে ঈদ যেন,মনে সুখ জাগে…
প্রকাশে,গোপনে পাপ আছে যত-
ক্ষমা চাই,ক্ষমা চাই;মাথা করে নত;
ফিরিয়ে দিও না,ওগো দয়াময়-
জানি না,আগামীতে কি জানি কি হয়?
In the research pen-
Kakoli Akther Mou🖊