আজ ২৭ জুলাই বিকেল ৩টায় আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে অনলাইন ফুযালা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার সিনিয়র উস্তাদ মাওলানা ক্বারী শায়খ ফয়জুর রহমান মুহাম্মদপুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মজিলে আমেলা ও শুরা সদস্য মাওলানা ক্বারী হিফজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমান সিলেট মহানগর শাখার আহবায়ক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম জাকারিয়া।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা ক্বারী মুফতি আজীজুল হক, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিক , সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী তায়্যিবুর রহমান চৌধুরী, প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী হুসাইন আহমদ মিসবাহ , কাতার প্রবাসী মাওলানা ক্বারী আব্দুশ শহীদ।
উপজেলা ও মহানগর ওয়ার্ড প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা ক্বারী আব্দুল মালিক, মাওলানা ক্বারী মোঃ লুৎফুর রহমান, মাওলানা ক্বারী মুহাম্মদ নাঈমুল হাছান নাজিম, মাওলানা ক্বারী মুফতি হুমায়দী হুসাইন , মাওলানা ক্বারী সাঈদ বিন বশির, মাওলানা ক্বারী আব্দুল হামিদ জালাল , মাওলানা ক্বারী জুবায়ের আহমদ, মাওলানা ক্বারী মাহদী হাসান, মাওলানা ক্বারী মারুফ বিল্লাহ, মাওলানা ক্বারী আল আমীন প্রমুখ।
অনলাইন সমাবেশে বিগত রমজানে আঞ্জুমানের ক্বিরাআত প্রশিক্ষণ কার্যক্রমের পর্যালোচনা, আসন্ন দস্তারবন্দী মহাসম্মেলন ও জেলা-মহানগরীর উপজেলা এবং ওয়ার্ড কমিটি গঠন/ পূণর্গঠনসহ বিভিন্ন কর্মসূচি ছিলো। সভাপতির সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে ভার্চ্যুয়াল ফুযালা দায়িত্বশীল সমাবেশ সমাপ্ত হয়।