স্টাফ রিপোর্টারঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে করোনাভাইরাস এর সংকটময় মুহূর্তে সোমবার বাদ মাগরিব রাজধানী ঢাকার অলিগলিতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী, যুব জমিয়ত বাংলাদেশের ঢাকা মহানগরীর দফতর সম্পাদক ক্বারী শফিকুল ইসলাম,ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ, বারিধারা ক্যাম্পাসের সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম,ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর সহ-অর্থ সম্পাদক মাহদী হাসান, ছাত্র জমিয়ত নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।